এবার করোনার থাবায় প্রাণ গেল বিখ্যাত হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের। স্টার ওয়ার্স-এর অভিনেতা অ্যান্ড্রু জ্যাক ৭৬ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। অ্যান্ড্রু অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভাষাবিদও ছিলেন। অভিনেতাদের নানা ভাষা শিখে রাখতে হয় বলেই বিশ্বাস ছিল তাঁর। অ্যান্ড্রুর কাছে অন্য ভাষা শেখার জন্য অনেকেই আসতেন। হলিউডে একটা প্রতিষ্ঠান ছিলেন অ্যান্ড্রু। তাঁর মৃত্যুতে হলিউডে একটা বিরাট শূন্যস্থান তৈরি হল।
স্টার ওয়ার্স সিরিজের দ্য ফোর্স অ্যাওকেন্স ও দ্য লাস্ট জেডিতে মেজর ক্যালুয়ান এমাটের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু জ্যাক। ১৯৯২ সালে চ্যাপলিনে রবার্ট ডাউনি জুনিয়র, ১৯৯৫ সালে গোল্ডেন আই ছবিতে পিয়ার্স ব্রসনানের সঙ্গেও অভিনয় করেছেন অ্যান্ড্রু। লর্ড অফ দ্য রিংস ছবিতে তাঁর গলার স্বর ব্যবহার করা হয়েছিল। ট্রয় ছবিতে অভিনেতা- অভিনেত্রীদের গ্রিক ও ট্রোজান ভাষা শেখানোর কাজটাও করেছিলেন অ্যান্ড্রু।
অ্যান্ড্রুর মুখপাত্র জিল ম্যাককুলঘ জানান, “বুধবার সকালে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সেন্ট পিটারস হাসপাতালে প্রখ্যাত হলিউড অভিনেতা ও ভাষাবিদ অ্যান্ড্রু জ্যাকের মৃত্যু হয়েছে। টেমস নদীতে একটি হাউসবোটে থাকতেন তিনি। স্বাধীনচেতা হলেও নিজের স্ত্রী গ্যাব্রিয়েলা রজার্সকে খুব ভালবাসতেন অ্যান্ড্রু৷ সূত্রের খবর, অভিনেতার স্ত্রীও বর্তমানে অস্ট্রেলিয়াতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত সপ্তাহেই নিউজিল্যান্ড থেকে সেখানে যান তিনি। শেষ সময়ে অ্যান্ড্রুর সঙ্গে গ্যাব্রিয়েলার দেখা ও কথা হয়নি। এই অবস্থায় অভিনেতার শেষকৃত্য হবে কিনা তা নিশ্চিত নয়।