রাজ্যে করোনা ভাইরাসের মোকাবিলায় এর আগেই এগিয়ে এসেছিল সিএবি। এমনকি চিকিৎসাক্ষেত্রে কাজে লাগানোর জন্য ইডেন গার্ডেন্সকে ব্যবহার করার অনুরোধও করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন ফের একবার আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি।
তারা প্রথমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিয়েছিল। এ দিন আরও ১৭ লক্ষ দেওয়া হয়েছে। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘সিএবি-তে যাঁরা স্টাফ আছেন, স্কোরার, অবজার্ভারেরা এগিয়ে এসেছেন আর্থিক সাহায্য নিয়ে। প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী, স্বতঃস্ফূর্ত ভাবে এই দ্বিতীয় দফার তহবিলে অবদান রেখেছেন। এর সঙ্গে অনেক ক্লাবও আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছে।’ সকলের অবদান মিলে দ্বিতীয় দফায় উঠেছে ১৭ লক্ষ।
সব মিলিয়ে এখন পর্যন্ত সিএবি এখনও পর্যন্ত ৪২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দিতে পেরেছে। স্নেহাশিস বলেছেন, ‘সিএবি-র তরফে আমরা আরও আর্থিক সাহায্য করার কথা ভাবছি। আরও টাকা তোলার চেষ্টা করছি আমরা। যখন যে ভাবে আমরা তুলতে পারব, তা আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠাতে থাকব।’ ময়দানের বিভিন্ন ক্লাবের মালিদেরও এ দিন আর্থিক সাহায্য করেছে সিএবি। স্নেহাশিস জানালেন, সিএবি-র এটাই কর্তব্য। রাজ্যের বিপদে এগিয়ে আসাই মূল লক্ষ্য আমাদের।