করোনার থাবায় যখন গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব তখন এই সঙ্কটের তিন মাস ইএমআই গুণতে হবে না। এমনটাই নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। আর এই নির্দেশিকা মেনে গ্রাহকদেরকে এই বার্তাই দিতে চাইছে বহু ব্যাঙ্ক। ইতিমধ্যে গ্রাহকের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বেশ কয়েকটি ব্যঙ্ক।
তবে ব্যাঙ্কগুলি জানাচ্ছে, এই নির্দেশিকার মানে এই নয় যে তিন মাসের ঋণের কিস্তি দিতে হবে না। ব্যাঙ্ক পরে এই কিস্তি নেবে। একই সঙ্গে যারা সক্ষম তাদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিয়মিত ইএমআই দেওয়া চালিয়ে যান।
সোমবারই ছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েসানের বৈঠক। সেখানেই স্থির হয় গ্রাহককে এই দুর্দিনে ঋণের কিস্তির জন্যে চাপ দেওয়া চলবে না। ভারতের সবচেয়ে বড় গৃহঋণ প্রদানকারী সংস্থা এইচডিএফসি ব্যাঙ্ক বৈঠকেই জানিয় দেয় ঋণগ্রহীতাদের তাঁরা জানিয়ে দেবে আগামী ৩ মাস সুদে দেওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই। ইতিমধ্যে ব্যাঙ্ক অফ বরোদাও জানিয়েছে আগামী ১ মার্চ খেকে ৩১ মে পর্যন্ত কেউ চাইলে ঋণের ইএমআই নাও শোধ করতে পারেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছ, আরবিআই-এর সার্কুলার পেয়েই তারা এই নীতি প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে। গ্রাহককের তারা জানাচ্ছে, কেউ যদি ঋণের কিস্তি আগামী তিনমাস না দিতে চান তাঁরা শাখা অফিসে যোগাযোগ করতে পারেন।