করোনা মোকাবিলায় দরকার অর্থের। আর তাই ইতিমধ্যেই তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে করোনা যুদ্ধ চালানোর জন্য লকডাউনের কারণে বেতনে কাটছাঁট হবে সরকারি কর্মচারীদের। তাদের মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে ১০ থেকে ৭৫ শতাংশ হারে। এবার তেলেঙ্গানার পথেই হাঁটল মহারাষ্ট্র। এই মাস থেকেই মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বেতনহ্রাসের সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরের সরকার। করোনাভাইরাসের কারণে লকডাউনের জেরে যে আর্থিক সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার। উদ্ধব সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিধায়কদের বেতন ৬০ শতাংশ কমানো হয়েছে। এ ও বি গ্রেড অফিসারদের বেতনহ্রাস হবে ৫০ শতাংশ। তবে চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন ছাঁটা হবে না বলে সরকারের তরফে জানানো হয়েছে। চলতি বছর মার্চ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অজিত পাওয়ার।
করোনা ভাইরাসের কারণে প্রথম বেতনে কাটছাঁটের সিদ্ধান্ত নেয় তেলেঙ্গানা সরকার। গত রবিবারই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও একাধিক দফায় বেতন দেওয়ার আভাস দিয়ে রেখেছিলেন। বেতন পেতে যে সরকারি কর্মচারীদের দেরিও হতে পারে সে কথাও জানিয়েছিলেন স্পষ্ট ভাবে। শনিবার রাতে সরকারি সদর দফতর প্রগতি ভবনে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরই সরকারের তরফে বেতন ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী নিজের এবং সমস্ত ক্যাবিনেট মন্ত্রী সহ বিধায়ক, পুর প্রতিনিধি, রাজ্য কর্পোরেশনের শীর্ষ কর্তাদের ৭৫ শতাংশ বেতন ছেঁটে দিয়েছেন। আইএএস, আইপিএস, আইএফএস পর্যায়ের অফিসারদের মাইনে থেকে বাদ যাবে ৬০ শতাংশ। অবসরপ্রাপ্ত সহ অন্যান্য সমস্ত কর্মচারীরা যা বেতন পান তার থেকে ৫০ শতাংশ কম বেতন পাবেন। ‘গ্রুপ ডি’ সহ ঠিকা ও চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন বাদ যাবে ১০ শতাংশ হারে বলে জানানো হয়েছে সরকারি ঘোষণায়।