রাজনৈতিক মতাদর্শগত বিরোধিতা থাকলেও সৌজন্যে কোনোদিনই কমতি ছিল না তাঁর। এনআরসি-সিএএ নিয়ে চরম বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বাংলা সফরেও সৌজন্য সাক্ষাৎ সেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার করোনা মোকাবিলাতেও অভূতপূর্ব সৌজন্য দেখালেন তিনি।
কেন্দ্রের সঙ্গে মতের অমিল প্রচুর। তবুও, হাজারও বিরোধিতা থাকা সত্ত্বেও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যের ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি। নিজের টুইটারেই এদিন এই কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এদিন টুইটারে মমতা লেখেন, ‘আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বেতন নিই না। সাতবারের সাংসদ হওয়া সত্ত্বেও পেনশন নিই না। আমি সীমিত অর্থের মধ্যেই বড় হয়েছি। আমার শিল্প এবং সৃষ্টিই আমার রোজগারের প্রাথমিক উপায়, গান এবং বই থেকেই রয়্যালটি পাই আমি।’ মমতা আরও লেখেন, ‘আমার সীমিত উপার্জন থেকেই আমি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দান করছি।’