করোনা মোকাবিলায় শুধুই হাসপাতালের ডাক্তার বা নার্সরা নয়, একইভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাজ্যের পুলিশকর্মীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের নিজেদের সাধ্যমত সাহায্য করছেন তাঁরা। এমনকী বয়স্ক মানুষদের খাবার, ওষুধ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন পুলিশ কর্মীরা। এই পরিস্থিতিতে তাঁদের ধন্যবাদ জানাতে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ লালবাজারে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর পুলিশ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের পরিবারের কথা না ভেবে আপনারা যে কাজ করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’ একই সঙ্গে তিনি বলেন, ‘পুলিশকে ভারসাম্য রক্ষা করে কাজ করতে হবে। কড়াকড়ি চলবে কিন্তু বাড়াবাড়ি চলবে না। সবাই যাতে আইন মেনে চলে সে দিকটা দেখতে হবে। তবে তার জন্য বাড়াবাড়ি করা যাবে না।’
তাঁর পুলিশকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারও যেন সুস্থ থাকে সেই প্রার্থনাও করেন তিনি। এদিন মোট ১৫ মিনিট তিনি লালবাজারে থাকেন। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অসহায় পরিস্থিতিতে পুলিশকর্মীদের মনোবল বৃদ্ধি করতেই মুখ্যমন্ত্রী লালবাজার গেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।