করোনার থাবায় এই মুহূর্তে থরহরিকম্প গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫১। এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। এই পরিস্থিতিতে নতুন অর্থবর্ষ নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এবার সব গুজব উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার রাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, অর্থবর্ষের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই। ফলে বুধবার অর্থাৎ ১ এপ্রিল থেকেই নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে।
যদিও আয়কর কিংবা জিএসটি রিটার্নের সময়সীমা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ফলে এই সময়ের মধ্যে তা জমা দেওয়ার চিন্তাও নেই। কারণ, ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা রয়েছে সকলের হাতে। তবে অর্থবর্ষ একই থাকার কারণে ব্যাঙ্কের পরিষেবাও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন লেনদেন অন্যান্যবার যেরকম হয়, এবারও সেরকমই হবে। কেবল সেই সব লেনদেন ১ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত করা যাবে। এই দু’ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।