বালিগঞ্জের বাসিন্দা পীয়ুশ পাডগিল। দক্ষিণ আমেরিকার পেরু সফর ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। স্বপ্ন পূরণ করতে গিয়ে এখন তার প্রাণ যায় যায় অবস্থা। করোনার জেরে পেরুতে আটকে তিনি। সারাদিনে একবেলা করে খাবার পাচ্ছেন তিনি।
গত মাসের ২৮ তারিখ যখন যাত্রা শুরু করেছিলেন পীয়ুশ, তখন চিন ও দক্ষিণ কোরিয়ায় করোনা ত্রাস সঞ্চার করলেও অন্যত্র কিছুই হয়নি। তাই চিলি এবং পেরুর ভিসা পেতেও কোনও সমস্যা হয়নি তাঁর। তারপরে এই অসুখ ইরান ও ইতালিতে ছড়িয়ে পড়ে। কিন্তু দক্ষিণ আমেরিকা তখনও করোনা-মুক্ত। মার্চের গোড়ায় মাদ্রিদ হয়ে চিলি পৌঁছন পীয়ুষ। এরপরই পরিস্থিতি বদলাতে থাকে দ্রুত।
২৪ মার্চ ভারতে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ততদিনে করোনা ছড়িয়ে পড়েছে প্রায় গোটা বিশ্বে। লিমার যেখানে তিনি আটকে পড়েন, সেখাবে ইংরেজি বুঝতে পারে, এমন কেউই প্রায় নেই। তাই বাধ্য হয়ে সেখানেই থেকে যাওয়া আর দিন গোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।