দেশবাসীকে করোনা সংক্রমণের প্রকোপ থেকে বাঁচাতে টানা ২১ দিনের লক ডাউন চলছে ভারতে। এদিকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বা যানবাহন চালানোর জন্যে রেজিস্ট্রির মেয়াদ গত ১ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। কিন্তু এই লক ডাউনের কারণে সেই সব পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে এবার ৩০ জুন পর্যন্ত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। লক ডাউন পর্বের এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী সরকার।
করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে সব কিছু স্তব্ধ হয়ে আছে। এর ফলে সমস্ত সরকারি পরিবহণ দফতরও বন্ধ, তাই বিভিন্ন গাড়ির নথিপত্রের বৈধতা পুনর্নবীকরণের কাজ থমকে রয়েছে। এমনকি থমকে রয়েছে গণ পরিবহণে ব্যবহৃত গাড়িগুলোর ফিটনেস, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ মোটর ভেহিকেল আইনের অধীনে থাকা অন্যান্য নথির যাচাই ও পুনর্নবীকরণও। তাই সকলের সুবিধার জন্যেই ওই ঘোষণা করা হল বলে মনে করা হচ্ছে।
যদিও এই লক ডাউনের মধ্যে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঘটনা। গত ২৪ ঘণ্টায় মোট ২২৭ জন রোগীর শরীরে পজিটিভ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে অনুযায়ী, সব মিলিয়ে ভারতে বর্তমানে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১,২৫১ জন। এর মধ্যে ১০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে এবং ৩২ জন মারা গেছে। এরই মধ্যে বাংলায় আরও ১ মহিলার করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩ জন।