ভিনরাজ্যের শ্রমিকদের জমায়েত দেখেছে দিল্লী। লকডাউন পরিস্থিতিতে বিপুল মানুষের এমন জমায়েত আশঙ্কা বাড়িয়েছে দেশবাসীর। কিন্তু এই জমায়েত করায় শ্রমিকদের সেই প্রকার কোনো দোষ দিলেন না নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, শ্রমিকরা প্রচণ্ড আতঙ্কে রয়েছে কারণ তাদের কাছে কেন্দ্রীয় সরকারের আইন এবং প্রচেষ্টা স্পষ্ট নয়।
অভিজিতের মতে, ভিন রাজ্যের শ্রমিকদের যে নাছোড়বান্দা মনোভাব তাতে তিনি বিন্দুমাত্র অবাক নন। তিনি মনে করেন, নিজেদের বাড়ি ফেরার জন্য শ্রমিকরা যে ঔদ্ধত্য দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে তাদের কাছে কিছু উপাদান রয়েছে এই পরিস্থিতিতে টিকে থাকার মত। সেই কারণেই তারা বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন।
নোবেলজয়ীর মত, অর্থনৈতিক চাপ তো রয়েছেই, এরমধ্যে বাড়িতে গেলে তাদের কাছে লড়াই করার মতো উপাদান থাকবে। এর মধ্যে বহু সংখ্যক শ্রমিক তাদের উপার্জিত অর্থ তাদের বাড়িতে পাঠান। এখন এই পরিস্থিতিতে তাদের কাছে সেই পরিমাণ অর্থ নাই থাকতে পারে। যে ক্ষেত্রে তারা কাজ করেন সেই সমস্ত কাজ এখন বন্ধ, তাই তাদের থাকার জায়গাও নেই। সেই কারণেই তাদের বাড়ি ফেরার এত তাড়া।
অভিজিৎ আরো বলেন, সার্বিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের শ্রমিকদের কাছে আইন ততটা পরিষ্কার নয়। সেই কারণেই তাদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গিয়েছে। তার মতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তাদের প্রতি দায়িত্ব পালন করা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোন সরকারের পক্ষ থেকেই তাদের কাছে সঠিক বার্তা পৌছচ্ছে না। যে কারণেই এমন উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে এমনটাই জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ।