গত কয়েকদিন ধরেই লকডাউনে দেশের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগের কথা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সরব হয়েছেন মহামারী রোধে সরকারের আর্থিক প্যাকেজ নিয়ে। তিনি সোমবার টুইট করে বলেন, অর্থমন্ত্রী যে আর্থিক সহায়তা দান প্যাকেজ ঘোষণা করেছে, তা প্রয়োজনের তুলনায় এতই কম যে, অনেকে নিজেদের গ্রামে ফিরতে বাধ্য হচ্ছেন।
করোনাভাইরাস রোধে কেন্দ্রীয় সরকার ১ কোটি ৭০ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করেছে। চিদম্বরমের মতে, সরকারের আরও বড় প্যাকেজ ঘোষণা করা উচিত ছিল। সরকারের কাছে তাঁর আর্জি, অবিলম্বে আরও বড় অঙ্কের প্যাকেজ ঘোষণা করা হোক।
ভারতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে মোট কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ১১৭৩। মৃত্যু হয়েছে ২৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখানে মৃতের সংখ্যা ৭। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখেও সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্রই। মোট আক্রান্তের সংখ্যা ২১৫। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। এরপরেই রয়েছে কেরালা। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০২।
এদিন সকালেই মৃত্যু হয়েছে বাংলা এবং গুজরাতে। বাংলার উত্তর ভাগে অর্থাৎ উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ৪৪ বছরের এক মহিলার। গুজরাতেও মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলার।