লকডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা রক্ষায় প্রথম থেকেই সক্রিয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের খাদ্য, বাসস্থানের মত জরুরি পরিষেবার ব্যবস্থা করতে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তবে শুধু চিঠি লিখেই থেমে থাকেননি মমতা। এবার তাঁর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশিকা জারি করল নবান্ন। লকডাউনের সময় অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যে আটকে আছেন তাদের জন্যও ব্যবস্থা করতে হবে। তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবি সংস্থার সাহায্য নিতে পারে জেলা প্রশাসন। এমন নির্দেশিকা দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।
নবান্ন সূত্রে খবর, যারা বাইরে থেকে এসে হোম কোয়ারেনটাইনে আছেন তাদের প্রত্যেকদিন নজরদারি করতে হবে। কেউ না মানলে তাদের ইন্সটিটিউনাল কোয়ারেন্টাইনে রাখতে হবে। দোকান বা শিল্প বাণিজ্যে কর্মরত কোনও কর্মীর বেতন কাটা যাবে না। যারা বাইরে থেকে এসে পৌঁছতে পেরেছে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে। সোমবার করোনা পর্যালোচনা করতে বেলা তিনটের সময় নবান্নের সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন টাস্ক ফোর্সের অফিসাররা। এছাড়া পরিযায়ী শ্রমিকরা যেসব ভাড়া বাড়িতে থাকে সেইসব বাড়ির মালিকরা একমাসের ভাড়া চাইতে পারবেন না। কোনও শ্রমিক বা ছাত্রছাত্রী যারা ভাড়া বাড়িতে থাকে তাদের বাড়ি ছাড়তে বললে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।