করোনা ভাইরাসের মারণ প্রকোপ থেকে মুক্তি পেতে ২১ দিনের লক ডাউন ঘোষণা করা হয়েছে দেশজুড়ে। খেলা বন্ধ থাকায় গৃহবন্দী ক্রীড়াজগতের অনেক তারকাই। সবাই নিজেদের মতোই বাড়িতে সময় কাটাচ্ছেন। তেমনই রবিবার চেতেশ্বর পুজারার পরিবারের কয়েকটি ছবি টুইট করেছে ভারতীয় বোর্ড। যেখানে দেখা যাচ্ছে, কন্যা অদিতির সঙ্গে খেলছেন চেতেশ্বর। তাঁকে ছবি আঁকা শেখাচ্ছেন তাঁর স্ত্রী পূজা পুজারা।
পুজারার পরিবারের চারটি ছবি টুইট করে বোর্ড লেখে, ‘পরিবারের সঙ্গে দারুণ সময় উপভোগ করছে চেতেশ্বর। বাড়ির কাজের পাশাপাশি ছোট্ট শিশুকে নিয়েও তাঁরা ব্যস্ত। বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন।’ কী ভাবে কোয়রান্টিন উপভোগ করছেন তা আগেই জানিয়েছিলেন পুজারা। বলেছিলেন, ‘করোনা আতঙ্ক খুবই ভয়ঙ্কর। কিন্তু বাড়িতে থাকার এই সুযোগ বেশ উপভোগ করছি। আমার জন্য এটা ইতিবাচক পরিবর্তন বলা যায়।’
ভারতীয় ব্যাটসম্যান আরও বলেন, ‘আমার মেয়ে প্রচণ্ড চঞ্চল। সব সময় দুষ্টুমি করছে। সব সময় খেলতে পছন্দ করে। দিনের বেশির ভাগ সময়েই ওর সঙ্গে কেটে যাচ্ছে। তা ছাড়া স্ত্রী পূজার সঙ্গেও ঘরের নানা রকম কাজ করি। এ ভাবেই নতুন জীবন উপভোগ করছি।’ তবে সবাইকে এই দুর্দিনে সচেতন থাকার কথাও বলেছেন পুজারা।