গোটা বিশ্বে ধ্বংসলীলা চালাচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের কবলে পড়ে বিপর্যস্ত জনজীবন। ভারতেও ক্রমে সঙ্কটজনক পরিবেশ সৃষ্টি করছে এই ভাইরাস। রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ইতিমধ্যেই দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। আক্রান্ত হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ১১টি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে প্রধানমন্ত্রীর দফতর।
জানা গিয়েছে, কমিটিগুলির মধ্যে আটটির নেতৃত্বে থাকবেন সচিব পর্যায়ের আধিকারিকরা। দুটির মাথায় থাকবেন নীতি আয়োগের সদস্য আর একটির মাথায় থাকবেন নীতি আয়োগের সিইও। প্রত্যেক কমিটিতে প্রধানমন্ত্রীর দফতরের একজন আধিকারিক ও ক্যাবিনেট সচিব থাকবেন। স্বাস্থ্য পরিষেবা, অর্থনীতির অবস্থা, গরিবদের দুর্দশা খতিয়ে দেখা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে এই কমিটিগুলি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রবিবার রাতে জানানো হয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যা দেশে হয়েছে ১,০২৪(যদিও এখন সেই সংখ্যা ১০৭১)। দিল্লীতে আরও ২৩ জনের শরীরে করোনা ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে হয়েছে ৭২। বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব, ডিজির সঙ্গে ভিডিয়ো করনফারেন্সিং-এ বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অজয় ভাল্লা।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, লকডাউন চলার সময় মানুষ যাতে রাস্তায় হাইওয়েতে না-থাকে তা নিশ্চিত করতে। শুধুমাত্র মালবাহী যান চলাচলে অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশিকা সুনিশ্চিত করতে নির্দশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারদের। অনাবাসী শ্রমিক ও গরিবদের যথাযথ খাবার পৌঁছে দিতেও আধিকারিকদের নির্দেশ দিয়েছে কেন্দ্র।