করোনা ভাইরাসের জেরে ইউরোপের প্রায় সব দেশেই ফুটবল লিগ বন্ধ। ইউরো প্রায় এক বছর পিছিয়ে গিয়েছে। এমন অবস্থায় জুনের শেষে ফুটবল লিগ নতুন করে শুরু করা না গেলে, চলতি মরশুমই হয়তো বাতিল করতে হবে। এমন আশঙ্কার কথা জানালেন উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন।
উদ্বিগ্ন সেফেরিন বলেছেন, ‘‘চেষ্টা করতে হবে যে কোনও ভাবে লিগ শেষ করার। সেটা না পারলে সম্ভবত এ বারের মরশুমেরই অকালে সমাপ্তি ঘটবে। আমরা নানা সম্ভাবনার কথা ভেবেছি। তার একটা হচ্ছে মে-র মাঝামাঝি লিগ শুরু করা। বা জুনের শুরুতে। সেটাও না হলে, জুনের শেষে। সঙ্গে আরও একটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। পরের মরশুমের শুরুতে এই মরশুমের বাকি ম্যাচ শেষ করা। এবং নতুন মরশুমের লিগ তার পরে শুরু করা। তেমন হলে অবরুদ্ধ স্টেডিয়ামেই ম্যাচ করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’’
ইংলিশ প্রিমিয়ার লিগে সব বড় ক্লাবের এখনও প্রায় ন’টি করে ম্যাচ বাকি। অন্য দেশের ফুটবল লিগ ধরলে ম্যাচের সংখ্যা ১২-র মতো। ইংল্যান্ডে ৩০ এপ্রিল পর্যন্ত লিগ বন্ধ।