মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে রাজধানী দিল্লীর জেল খালি করতে শুরু করল দিল্লী সরকার। জেলবন্দিদের সুরক্ষার কথা ভেবে দেশের সমস্ত কারাগারকে সংক্রমণ মুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয় ওই রায়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়ে দেয় যে বিচারাধীন বন্দি ও সাজাপ্রাপ্ত বন্দিদের জামিনে অথবা প্যারোলে মুক্তি দিতে হবে।
সেই মতোই দিল্লীর ষোলোটি কারাগার থেকে অন্তত হাজার তিনেক বন্দিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন দেশের কয়েক জন নামী ব্যবসায়ী। তাঁদের কেউ বিচারাধীন বন্দি আবার কেউ সাজাপ্রাপ্ত আসামি।
সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের জানিয়ে দেয় যে বিচারের আওতায় থাকা বন্দিদের প্যারোলে বা জামিনে মুক্তি দিতে হবে এই মহামারীর সময়ে। নইলে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়বে। বিচারাধীন ছাড়াও যে সব সাজাপ্রাপ্ত বন্দির শাস্তির মেয়াদ সাত বছরের কম, তাদেরও প্যারোল বা জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেয় সুপ্রিম কোর্ট।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য একসঙ্গে বেশি লোকজনের না থাকা এবং সর্বোচ্চ পরিচ্ছন্নতা মেনে চলতে বলা হচ্ছে। এই অবস্থায় জেলের অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে অত বন্দির থাকা নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।