ভবানীপুরের একটি বহুতলে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডারও আনা হয়েছে। ইতিমধ্যেই ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই অভিজাত আবাসন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
বহুতলে আগুন লেগেছে তার নাম সাউথ সিটি গ্যালাক্সি। ওই বহুতলের ১৬ তলায় প্রথমে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় ওই বহুতল। দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়। বহুতল থেকে লোকজন বেরিয়ে আসতে শুরু করেন।
ভবানীপুরের ওই বহুতলে কিছুক্ষণ আগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সন্দেহ করা হচ্ছে, বহুতলের যে পেন্ট হাউজে আগুন লেগেছে সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে ওই বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই বিস্ফোরণের পর আগুন অন্যদিকে এবং নিচের ফ্লোরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রবল হাওয়ার জন্য আগুন বেশি করে ছড়িয়ে পড়তে শুরু করে।
১৬ তলায় আগুন লাগায় বেগ পেতে হয় দমকলকে। উচ্চতা বেশি হওয়ায় আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ। ওই অভিজাত আবসনে আগুন লাগার কারণে, আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা।