অলিম্পিক টিকিট পাওয়া বক্সারদের নিয়ে অভিনব ভিডিয়ো কনফারেন্স করল ভারতীয় বক্সিং ফেডারেশন। যে ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছেন মেরি কম সহ দেশের সেরা ৯ বক্সার ও খোদ ফেডারেশনেরর প্রেসিডেন্ট অজয় সিং।
প্রেসিডেন্ট ভিডিয়ো কনফারেন্সে বলেছেন, ‘কোনও বক্সারের অসুবিধে হলে সঙ্গে আমাদের জানাবে। অলিম্পিক পিছিয়ে গিয়েছে। ফলে আমাদের হাতে এক বছরের মতো সময় রয়েছে। চিন্তার কোনও কারণ নেই। পরিবারের সঙ্গে থাকার পাশাপাশি ফেডারেশনের নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে।’
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বক্সার আলির কথায়, ‘কবে ভারতীয় শিবির শুরু হবে জানিনা। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগে সকলকে ফিট থাকতে বলা হয়েছে। ফিট না থাকলে ক্যাম্প শুরু হলে সেই বক্সার ঝামেলায় পড়ে যাবে। একমাস পরে রিভিউ হবে।’
গোটা দেশে লকডাউন, এই অবস্থায় কী করণীয় বক্সারদের? ফিজিক্যাল ট্রেনার শিডিউল ঠিক করে দিলেন। দিন আধঘণ্টার ট্রেনিং। রীতিমতো ঘাম ঝরাতে বলা হয়েছে। ডায়েটিশিয়ান নির্দিষ্ট খাবারের পরিমাপ করে দিয়েছেন। সঙ্গে সতর্কীকরণ, কোনও অবস্থায় যেন ওজন না বাড়ে। কারণ বক্সিং ওয়েট ক্যাটাগরির খেলা। মেয়েদের টিমের কোচ আলি কামার খিদিরপুরের বাড়িতে বসে ভিডিয়ো কনফারেন্স যোগ দিয়েছিলেন। তাঁর কথায়, ‘বক্সারদের বলে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে। কারণ, গ্রীষ্মকাল এসে গিয়েছে। দুধ, ফলের রস সঙ্গে জল। ভাত, আলু, মাংস কম পরিমাণে খেতে। সব্জি ও ফলের উপরে জোর দিয়েছেন।’