গোটা বিশ্বে ধ্বংসলীলা চালাচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের কবলে পড়ে বিপর্যস্ত জনজীবন। ভারতেও ক্রমে সঙ্কটজনক পরিবেশ সৃষ্টি করছে এই ভাইরাস। এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৭। মৃতের সংখ্যা ২০। এই পরিস্থিতিতে করোনা ভীতি যেমন রয়েছে, তেমনি এই পাশাপাশিই আরও একটি প্রশ্ন বা মত উঠে আসছে এই মহামারী আবহেই। করোনা কিন্তু দূর করেছে জাতি-ধর্মভেদ। এই মত আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বুদ্ধিজীবীমহল হয়ে সমাজের সব স্তরে। কলকাতার সঙ্গীত শিল্পী নচিকেতা, পরিচালক-অভিনেতা অপর্ণা সেন, অভিনেতা কৌশিক সেন আগেই বলেছেন একথা। এবার বললেন, বলিউডের জনপ্রিয় পরিচালক অনুভব সিনহা। যা ইতিমধ্যেই নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে।
কী বলেছেন অনুভব? ব্যঙ্গের সুরে তাঁর টুইট, ‘করোনার দাপটে কিছুদিন ধরে সব ধর্ম নিরাপদে। আর কোনও সমস্যা নেই। তাই না?’ একই সঙ্গে ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘যাঁরা আমাদের শহরে দিনমজুরি করে পেট ভরান, দয়া করে আর তাঁরা যেন ফিরে না আসেন আমাদের কাছে। তাঁদের পরিশ্রমে আমরা আরামদায়ক জীবন ভোগ করেছি। আজ তাঁদের রোজগার নেই। আমরা কী করছি তাঁদের পরিবারের জন্য?’ এর আগেও তিনি নানা সামাজিক, রাজনৈতিক মতামত দিয়ে বিতর্ক তৈরি করেছেন। অনুরাগ কাশ্যপের মতো তাঁর অকপট মতামতও বরাবরই আলোচনাক কেন্দ্রে থাকে। এবারও নিজের মতপ্রকাশ করা থেকে বিরত রইলেন না তিনি।