করোনা ভাইরাসের কোপে তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। ২১ দিনের লকডাউনের প্রভাবে তা আরও নিম্নমুখী হবে বলেই অনুমান। এই অবস্থা সামাল দিতে এবার এগিয়ে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লীতে এক সাংবাদিক বৈঠকে দেশের জন্য বিরাট অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি। সেই প্যাকেজে গরিবদের মুখে খাদ্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা, সবটাই ছিল। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের তরফে ঘোষণা হওয়া প্যাকেজের পরিমাণ ১ লক্ষ ৭০ হাজার কোটি। এই প্যাকেজে স্বস্তি দেওয়া হয়েছে সেই সকল স্বাস্থ্যকর্মীদের যারা লাগাতার নিরলসভাবে দেশকে এই ভাইরাস থেকে মুক্ত করতে লড়াই চালাচ্ছেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, বিপিএল কার্ড হোল্ডারদের আগামী তিন মাস বাড়তি পাঁচ কেজি চাল বা আটা, সঙ্গে এক কেজি ডাল দেওয়া হবে। দুদফায় এই খাদ্যশস্য মিলবে। গোটা দেশে প্রায় ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে বলে মনে করছে সরকার।উজ্জ্বলা ষোজনার অন্তর্গত মহিলাদের আগামী তিন মাস বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের কৃষকরা আপাতত বছরে ছয় হাজার টাকা আর্থিক অনুদান পান। চলতি আর্থিক বছরের শুরুতে এপ্রিলের প্রথম সপ্তাহে তাঁদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হবে। বাড়ানো হল মনরেগার মজুরিও। ১০০ দিনের কর্মীদের দিন প্রতি মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল। দেশের বিধবা, দিব্যাঙ্গ, ষাটোর্ধ্ব ব্যক্তি যারা কেন্দ্র সরকারি ভাতা পান, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে একলপ্তে ২০০০ টাকা করে দেওয়া হবে। জনধন যোজনার সুবিধা পান এমন মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে আগামী তিনমাস দেবে সরকার। এই সুবিধা পাবেন দেশের অন্তত ২০ কোটি মহিলা। স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে বিনা শর্তে ঋণের পরিমাণ বাড়িয়ে করা হল ২০ লাখ টাকা।
কেন্দ্রের ঘোষিত প্যাকেজ এক নজরে – ১। উজ্জ্বলা গ্রাহকদের আগামী ৩ মাস বিনামূল্যে সিলিন্ডার। ২। মহিলাদের জনধন যোজনা অ্যাকাউন্টে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে। ৩। ৮ কোটি ৭০ লক্ষ কৃষকদের জন্য এপ্রিলের শুরুতেই জনধন যোজনায় ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য। ৪। গরিব সিনিয়র সিটিজেন। বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য আগামী ৩ মাসের জন্য আর্থিক সুবিধা। ৪। মহিলাদের জনধন অ্যাকাউন্টে ৩ মাসের জন্য ৫০০ টাকা। ৫। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকার বিমা ৩ মাসের জন্য। ৬। ৮০ কোটি গরিবের জন্য অন্নধন যোজনা। আগামী ৩ মাস অতিরিক্ত ৫ কেজি করে করে চাল-আটা ও ১ কেজি ডাল। ৭। নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে আগামী ৩ মাস ৩১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ফান্ড থেকে সাহায্য করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ। ৮। মাসিক ১৫ হাজারের কম বেতনভুগ কর্মচারীদের আগামী ৩ মাস পিএফ।