রাজ্যে করোনা মোকাবিলায় প্রথম থেকেই সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাজে ইতিমধ্যেই সন্তোষ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর বাংলার কো-অর্ডিনেটর ডাঃ প্রীতম রায়। করোনা রুখতে বাংলার সরকারের নেওয়া পদক্ষেপে যে কেন্দ্রও গর্বিত বোধ করছে সে কথাও কবুল করেছেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান। এবার মমতা সরকারের উদ্যোগ প্রশংসা আদায় করে নিল স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের।
বুধবার অমিতাভ বচ্চনের এক অনুরাগী টুইটারে তাঁকে ট্যাগ করে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রাস্তা ধোওয়ার ছবি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, করোনা মোকাবিলায় তত্পর প্রশাসন কলকাতার রাস্তা ধুচ্ছে স্যানিটাইজ করার জন্যে। শরত্ বোস রোডের সেই ছবি পোস্ট করে ভক্ত এ-ও লেখেন, এর পর তাঁদের পাড়াতেও এই উদ্যোগ নেওয়া হবে। অনুরাগীর সেই টুইট রি-টুইট করেই উচ্ছ্বসিত প্রশংসা করেন বিগ বি। একই সঙ্গে মুম্বই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কলকাতার মতো এমন উদ্যোগ যদি মুম্বইতেও নেওয়া যায়, তাহলে খুব ভালো হবে।