করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ভারত। ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়ে গিয়েছে লকডাউন। কোয়ারেন্টাইনে বহু মানুষ। এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলে এই মারণ ভাইরাসের আক্রমণ ঠেকাতে এবার বিশেষ উদ্যোগ নিল রেল। প্রত্যন্ত গ্রামে, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো নেই, সেখানে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ট্রেনের কোচকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ট্রেনের কোচে আইসোলেশন ওয়ার্ড, ভেন্টিলেটরের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, এলএইচবি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরির বরাত দেওয়া হয়েছে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিকে। আর ট্রেন ১৮-এর প্রস্তুতকারক সংস্থা চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি ভেন্টিলেটরের ব্যবস্থায় জোর দিচ্ছে। করোনা মোকাবিলায় এহেন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। অন্যদিকে, রেলের তরফে এক বিবৃতিতে আগেই জানানো হয়েছে, ‘করোনা পরিস্থিতিতে ট্রেন বাতিল করা হওয়ায় যাত্রীদের কনফার্মড টিকিট বাতিল করার প্রয়োজন নেই। ই-টিকিটের জন্য যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন তাঁরা, সেই অ্যাকাউন্টেই টাকা ফেরত দেওয়া হবে।’