করোনা ভাইরাসকে কেন্দ্র করে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি। রোজ বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এবার কাশ্মীরে। শ্রীনগরের বাসিন্দা ৬৫ বছরের এক প্রৌঢ়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্রের ভাসিতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এরফলে করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। অন্যদিকে বিশ্বেও মৃত্যুর সংখ্যা ছাড়াল ১৯হাজার।
মহারাষ্ট্রে এক মহিলার মৃত্যুর পর জানা গিয়েছে যে তাঁর শরীরে করোনার সংক্রমণ ছিল। নবি মুম্বইয়ের বাসিন্দা ওই মহিলা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাঁর নমুনা পরীক্ষা করা হয়। তাঁর মৃত্যুর পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর আত্মীয়দের সতর্ক করছেন চিকিৎসকেরা।
বুধবার গভীর রাতে শ্রীনগরের হাসপাতালে মৃত্যু হয়েছে হায়দারপোড়া গ্রামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের। শ্রীনগরের মেয়র থেকে জম্মু ও কাশ্মীরের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা এই খবর নিশ্চিত করেছেন।
মৃতের পরিবারের চারজনের শরীরেও কোভিড-১৯ পজিটিভ মিলেছে। শুধু তাই নয়, প্রাথমিক ভাবে জানা গেছে মৃত ব্যক্তি অন্তত ৭০ জনের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে রাখার বন্দোবস্ত করছে জম্মু-কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে এই ৭০জনের মধ্যে রয়েছেন শ্রীনগরের চেষ্ট জিসিস হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও নার্সও।