করোনা মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডেন ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। বুধবার আরও এক নজির রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের ‘এর্মাজেন্সি রিলিফ ফান্ড’-এ ৫০ লক্ষ টাকার চাল দিলেন তিনি। চাল প্রস্তুতকারী সংস্থা ‘লালবাবা’-এই উদ্যোগে সামিল হয়েছে সৌরভের সঙ্গে।
তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছে সিএবি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও দেশের প্রাক্তন অধিনায়কের মহান উদ্যোগ দেখে আশা করছে, এই পরিস্থিতিতে বাকিরাও এগিয়ে আসবেন। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
পাশাপাশি রাজ্য সরকারকে ২৫ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ব্যক্তিগত ভাবে পাঁচ লক্ষ টাকা দেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। তিনি বলেন, “সিএবি চায় দ্রুত এই পরিস্থিতি থেকে রেহাই পাক প্রত্যেকে।’’ অভিষেক আরও বলেন, ‘‘দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা তুলে দিতে চায় সিএবি।”
এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, “আমার শহরকে এমন ভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।”