করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়। সেইসঙ্গে আত্মহত্যার আগে চিঠি লিখে পরিবারের সবাইকে নির্দেশ দিয়ে গেলেন, তাঁরা যেন করোনাভাইরাসের পরীক্ষা করিয়ে নেন।
বুধবার এই ঘটনা ঘটেছে কর্নাটকের উড়ুপিতে। জানা গিয়েছে, ৫৬ বছরের এক প্রৌঢ় বাড়ির বাইরে এক গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে। তাঁরাই পুলিশকে খবর দেন।
পুলিশ এসে দেখে প্রৌঢ়ের পকেটে একটা চিঠি রয়েছে। সেখানে তিনি লিখেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এই সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে যেন কোভিড ১৯ পরীক্ষে করিয়ে নেন।
ওই প্রৌঢ় কী ভাবে নিজেকে করোনা আক্রান্ত বলছেন সেটাই বুঝতে পারছে না পুলিশ। কারণ, এখনও অবধি কর্নাটকে যাঁরা আক্রান্ত হয়েছেন, কিংবা যাঁদের আইসোলেশন সেন্টারে অথবা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাঁদের তালিকায় এই প্রৌঢ় ছিলেন না। এমনকি তাঁর করোনা আক্রান্ত হওয়ার কোনও উপসর্গও ছিল না।
প্রৌঢ়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা পাঠিয়েছে পুলিশ। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী ও দুই ছেলেরও একবার পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।