এবার করোনার থাবায় আক্রান্ত তিন বছরের শিশু। সম্ভবত এই শিশুই ভারতের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত। জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে সৌদি আরব থেকে ফিরেছে বলে খবর। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে এই শিশুকে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল।
ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। দুই বিদেশি নাগরিক-সহ মৃত্যু হয়েছে মোট ১৫ জনের। বুধবারই মারা গিয়েছেন তিনজন।
তিন বছরের এই শিশু ছাড়াও হায়দরাবাদে বছর ৪৩-এর এক মহিলার শরীরে পাওয়া গিয়েছে কোভিড ১৯ সংক্রমণের নমুনা। এই দু’জন নতুন করে আক্রান্ত হওয়ার পর হায়দরাবাদে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০-এ।