চিকিৎসা করতে গিয়ে এবার করোনা আক্রান্ত হলেন খোদ ডাক্তারই। ঘটনাটি ঘটেছে দিল্লীতে। সূত্রের খবর, তাঁর সংস্পর্শে আসা প্রায় ৯০০ মানুষ এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী ১৪ দিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
উত্তর-পূর্ব দিল্লীর মৌজপুরে একটি মহল্লা ক্লিনিকে কর্মরত ওই ডাক্তার। গত ১২ ফেব্রুয়ারি সৌদি ফেরত এক মহিলা ওই ক্লিনিকে যান। ওই মহিলাও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁর থেকেই ওই চিকিৎসক সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
ওই ডাক্তারের স্ত্রী এবং কিশোরী মেয়ের শরীরেও কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। সৌদি ফেরত ওই মহিলার সংস্পর্শে এসে আরও পাঁচ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি যেখানে থাকেন, সেই এলাকায় আপাতত ৭৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।