গত রবিবার গোটা দেশজুড়েই বিকেল ৫ টা থেকে পালন করা হয়েছে ‘জনতা কার্ফু’। কিন্তু সেইসময় অনেকেই ছুটির মেজাজে রাস্তায় ঘুরে বেরিয়েছেন। ফাঁকা রাস্তায় চলেছে ক্রিকেট, ফুটবল। সন্ধ্যার পরে বিভিন্ন পাড়ার ক্লাবে চলেছে ক্যারম, তাসও। বর্তমানে দেশের অনেক শহর ‘লকডাউন’ ঘোষিত হয়েছে। তবুও রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা কমানো যাচ্ছে না।
এবার দেশের এহেন পরিস্থিতি নিয়েই টুইটারে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট অধিনায়ক লিখেছেন, ‘নিজেও বিপদে পড়বেন, পরিবারকেও বিপদে ফেলবেন। আমার প্রস্তাব, কোয়ারেন্টাইন অথবা জেল। যাঁরা মানবেন, বাড়িতে থাকবেন। বেরোলেই যেন গ্রেফতার করা হয়।’
করোনা সংক্রমণের ভয়ঙ্কর রূপ বিশ্লেষণ করে গম্ভীর আরও লেখেন, ‘প্রত্যেকে বিষয়টির গুরুত্ব বোঝার চেষ্টা করুন। বাড়িতে থাকুন। এই লড়াই আপনার চাকরি অথবা ব্যবসার সঙ্গে নয়। এই লড়াই জীবনের সঙ্গে।’ যোগ করেন, ‘যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের বিরক্ত করবেন না। লকডাউন পালন করুন।’ এছাড়াও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পাশে দাঁড়াতে সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন গম্ভীর।