করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এদিন বিকেলের আগেই লক ডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন ৩১ মার্চ পর্যন্ত সারা রাজ্য লক ডাউনের কথা। কিন্তু এই সময়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্রের পরামর্শে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করে মমতা এদিন জানিয়েছেন, রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ১০০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দুর্ভোগ হলেও এই কটা দিন বাড়িতেই থাকতে হবে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে আর্থিক সীমাবদ্ধতা সত্বেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মমতা জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ‘প্রচেষ্টা’ প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তোষ কুমার আজ দুপুরেই সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে অ্যাডভাইজারি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, জনকল্যাণ সেসের টাকা থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরাহা নিশ্চিত করতে হবে।
যখন করোনার জেরে গোটা দেশজুড়ে লক ডাউন চলছে, কাজকর্ম বন্ধ, রোজগারও বন্ধ, তখন তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য জনকল্যাণ সেস থেকে ৫২ হাজার কোটি টাকার তহবিল মঞ্জুর করল কেন্দ্র। শ্রমিক কল্যাণ বোর্ড যে এ বাবদ যে তহবিল সংগ্রহ করেছে তা থেকেই রাজ্যগুলি যেন শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে।