রেনে হিগুইতা, নিজের জায়গা ছেড়ে উপরে উঠে গিয়ে গোল করার নেশা আঁধার নামিয়ে এনেছিল যার জীবনে। ইতালিতে ১৯৯০ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে তাঁর দেশ কলম্বিয়াকে সাহায্য করতে প্রায় মাঝমাঠে উঠে এসেছিলেন কিংবদন্তি গোলকিপার। কিন্তু তাঁর পা থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করে আসেন রজার মিল্লা। ১-২ হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যায় হিগুয়েতার দেশ। এবার তিনি বার্তা দিলেন করোনার বিরুদ্ধে।
নিজের সেই ঐতিহাসিক ‘ভুলের’ ছবি টুইটারে দিয়ে তারকা গোলকিপার সকলকে সাবধান করে দিচ্ছেন করোনা নিয়ে। সারা বিশ্ব জুড়ে আর্জি জানানো হচ্ছে ঘরবন্দি হয়ে থাকার। অনেকেই সেই পরামর্শ শুনতে চাইছেন না।
হিগুইতা তাই নিজের সেই ভুলের ছবি তুলে দিয়ে লিখেছেন, ‘‘অপ্রয়োজনে নিজের জায়গা ছেড়ে বাইরে বেরোলে কী ঘটতে পারে, এই ছবি তার প্রমাণ। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না। কথা না শুনলে বিপদ অনিবার্য।’’ যোগ করছেন, ‘‘সবার আগে সুস্থ থাকা। বাড়ি বসেই যদি কাজ করতে পারেন, তা হলে বেরোবেন কেন?’’