করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের পাশে দাঁড়ালেন তারকা কুস্তিগির বজরং পুনিয়া। সোমবার তিনি ঘোষণা করলেন তার ছ’মাসের বেতন তিনিদান করবেন করোনার মোকাবিলায়। এর পাশাপাশি টোকিও অলিম্পিক্সও পিছিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বজরংয়ের ঘোষণা করেন, ‘‘আমার ছ’মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছি।’’ এই টুইট করার পরেই বজরংয়ের উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, প্রশংসনীয় উদ্যোগ।
যদিও বজরং এখন সোনপতের একটি অ্যাপার্টমেন্টে অনুশীলন করছেন। তাঁর কোচ শাকো বেনটিনিডিস ফিরে গিয়েছেন জর্জিয়ায়। ভারতীয় মহিলা কুস্তিগির দলের কোচ অ্যান্ড্রু কুকও কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছেন।