করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে স্থগিত একাধিক টুর্নামেন্ট। এমনকি অনিশ্চয়তার পথে আসন্ন টোকিও অলিম্পিক্সও। এবার এই প্রসঙ্গে ধীরে চলো নীতি নিল ভারতীয় অলিম্পিক সংস্থাও। কানাডা গতকালই জানিয়ে দিয়েছে যে, করোনা সংক্রমণের কারণে প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে তাঁরা। কিন্তু ভারতীয় অলিম্পিক সংস্থা এ দিন জানিয়ে দিয়েছে, এখনই এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত না নিয়ে কমপক্ষে আরও এক মাস অপেক্ষা করতে চান তাঁরা।
দিন কয়েক আগেই ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে টোকিও অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। ব্যক্তিগতভাবে বেশ কয়েক জন তারকা খেলোয়াড়ও অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। এ দিন কানাডার এই অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহারের ঘটনায় এ বার সেই আবেদন তুলে ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপর চাপ আরও বাড়াতে পারে অন্য দেশগুলো।
যদিও ভারতীয় অলিম্পিক সংস্থা এ দিন জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে আমাদের খেলোয়াড়, কোচ ও কর্তাদের সুস্থ ও নিরাপদে রাখার ব্যাপারটাই প্রাধান্য পাবে। যে সিদ্ধান্তই নেওয়া হবে সেখানে আমাদের অ্যাথলিটদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এ ব্যাপারে সবাই আশ্বস্ত থাকুন।’