বাংলায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কাল। দমদমে করোনায় মৃত ব্যাক্তির এক সহকর্মী এবার গুরুতর অসুস্থ। কার্যত আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। ভেন্টিলেশনে তাঁকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে গুরতর অবস্থায় থাকা ব্যক্তির করোনার টেস্ট করা হয়েছে। যদিও রিপোর্ট এখনও আসেনি।
সোমবার দুপুরে সল্টলেকের আমরি হাসপাতালে মারা যান রাজ্যের চতুর্থ করোনা আক্রান্ত রোগী। মৃত ৫৭ বছরের ব্যক্তি পেশায় রেলকর্মী, দক্ষিণ দমদম পুরসভার যুগীপাড়ার বাসিন্দা। দমদমের মৃত ব্যাক্তি ফেয়ারলি প্লেসে কাজ করতেন। তার সাথেই এই ব্যক্তি কাজ করতেন বলে জানা গেছে।
পাশাপাশি রাজ্যে আরও দু’জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে একজন ব্রিটেন ও অপরজন ইজরায়েল থেকে ফিরেছেন বলে খবর। সব মিলিয়ে সোমবার পর্যন্ত ন’জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটল।