বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনা। যার ফলে দেশে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এবার দেশে করোনার বলি আরও এক। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, মুম্বইয়ের কস্তুরবা গান্ধী হাসপাতালে ভর্তি ছিলেন ৬৫ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধ। সোমবার মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে মুম্বইয়ে ফিরেছিলেন। তাঁর মৃত্যুতে এই নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা বেড়ে হল ১২।
জানা গিয়েছে, ৬৫ বছরের ওই বৃদ্ধ আহমেদাবাদের বাসিন্দা। গত ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরশাহি থেকে তিনি দেশে ফিরেছিলেন। তারপর ২০ মার্চ আহমেদাবাদ থেকে মুম্বই আসেন। তারপরই তাঁর শরীরে করোনার উপসর্গ ফুটে ওঠে। তড়িঘড়ি ওই বৃদ্ধকে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। মহারাষ্ট্রে এই নিয়ে তিনজনের মৃত্যু হয়। এর আগে মুম্বই ও পুণেতে দুই ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া পাঞ্জাব, কর্ণাটক, হিমাচল প্রদেশ ও বাংলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।