মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, গোটা রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই তিনি জানান, পরিস্থিতি ঠিক আছে কিনা তা দেখতে মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিটে বেরবেন তিনি। সঙ্গে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এই ঘোষণার কিছুক্ষণ পরেই তাঁকে দেখা গেল সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়তে।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরে পরিস্থিতি ঠিক কী রয়েছে তা দেখার জন্য মাঝেমধ্যেই পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নিয়ে সারপ্রাইজ ভিজিটে বেরবেন তিনি। আর পুরো বিষয়টির উপর নজর রাখবেন মুখ্যসচিব রাজীব সিনহা। তারপরেই দেখা যায় সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। অনুজ শর্মাকে নিয়ে প্রথমেই তিনি যান আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তারপর কর্তৃপক্ষের হাতে মাস্ক তুলে দেন তিনি।
আরজি কর মেডিক্যাল কলেজ থেকে কলকাতা মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী। এই হাসপাতালকে ইতিমধ্যেই রাজ্যের করোনাভাইরাস রোগীদের চিকিৎসার প্রধান সেন্টার হিসেবে তৈরি করার কথা ভেবেছে স্বাস্থ্য দফতর। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন কারও কোনও সমস্যা হচ্ছে কিনা। রাজ্যের তরফে সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।