করোনা ভাইরাসের সংক্রমণের ক্রমবৃদ্ধিতে সতর্ক কেন্দ্রীয় সরকার। এবার তাই আপাতত স্থগিত রাখা হল ২৬ মার্চের নির্ধারিত রাজ্যসভা নির্বাচন। জানা গেছে, ৩১ মার্চের পর নির্বাচন কমিশন পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। মোট ১৮ টি আসনের জন্যে ওই ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার। কিন্তু বর্তমানে দেশে লকডাউন চলছে। এর জেরে ওই ভোটগ্রহণের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিক করোনা পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী দিনের ঘোষণা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জনিত অপ্রত্যাশিত পরিস্থিতির জেরে এই সময় যে কোনও বড় জমায়েতের সম্ভাবনা এড়ানো প্রয়োজন, না হলে স্বাস্থ্য ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি থেকে যায়।’
এই নির্বাচন সম্পন্ন হলে গোটা প্রক্রিয়াটিতে নির্বাচনী আধিকারিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সমর্থনকারী কর্মকর্তা এবং বিধায়কদের জড়িত থাকতে হবে। তাই নির্বাচন কমিশন বলেছে, ‘দেশের সাম্প্রতিক অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই ধরণের নির্বাচন করার জন্যে উপযুক্ত সময় এটি নয়।’
শূন্য আসনগুলির মধ্যে রয়েছে গুজরাত ও অন্ধ্রপ্রদেশের চারটি, রাজস্থান এবং মধ্যপ্রদেশের তিনটি, ঝাড়খণ্ডের দুটি এবং মণিপুর ও মেঘালয়ের একটি করে আসন।
১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভা আসনের জন্যে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে বুধবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় ইতিমধ্যেই ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।