করোনা আক্রান্ত হওয়ার গুজব ছড়াল বিমানবন্দরে কর্মরতা এক তরুণীকে ঘিরে। যার জেরে হেনস্থার শিকার তাঁ র মা। ভিডিও বার্তায় সবটা জানাতেই ততপর হল পুলিশ।
ইন্ডিগো এয়ারলাইন্সে কর্মরত এক তরুণী ভিডিও বার্তা করে সোশ্যাল মিডিয়ায় জানান, করোনা আক্রান্ত হওয়ার গুজবের জেরে কীভাবে বিপদে পড়েছেন তিনি ও তাঁর মা।
খবর পেয়েই সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করে কথা বলা হয় কলকাতা পুলিশের তরফে। ঘটনাটির কথা কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আশ্বস্ত করেছে, তরুণীকে ও তাঁর মাকে সবরকম সহায়তা করা হবে প্রশাসনের তরফে।
একইসঙ্গে পুলিশ জানিয়েছে, গুজবের জেরে কেউ কোনও রকম সামাজিক বিভাজনের শিকার হলে তার বিরুদ্ধে কড়া হবে প্রশাসন। যাঁরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি পরিষেবা চালিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি কোনও কোনও অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না।
তরুণী ভিডিওয় বলেন, “গুজব ছড়াচ্ছে আমার এলাকায়, আমি নাকি করোনাভাইরাসে সংক্রমণে ভুগছি। আমি আর আমার মা থাকি বাড়িতে। আমি এখন বাড়িতেও নেই। তবু মানুষজন বাড়িতে এসে আমার মাকে হেনস্থা করছে। মা বাজারে যেতে পারছে না জরুরি জিনিস কিনতেও। সবাই বলছে, ‘তোমার মেয়ের করোনা হয়েছে, তুমিও ভাইরাস ছড়াচ্ছো।’– এসব নানা রকম হেনস্থায় আমরা জর্জরিত।”