করোনা থেকে বাঁচতে গোটা রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সে নিয়ম মানার কোনও প্রয়োজনীয়তা আছে বলে মনে করেননি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বাড়িতে থাকার পরিবর্তে রাস্তায় রাস্তায় ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করলেন তিনি। সচেতন করার পরিবর্তে কোনওভাবে রোগকে ডেকে আনছেন না তো বিজেপি নেতা? ছবি ভাইরাল হওয়ার পর এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে বারবার।
নরেন্দ্র মোদী খোদ জানিয়েছিলেন করোনা আবহে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ বন্ধ রাখতে হবে। তার পরিবর্তে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে করোনা নিয়ে সচেতনতার বার্তা। কিন্তু মোদীর পরামর্শ কানে তুলছেন না খোদ বিজেপি নেতারাই।
গিরিশ পার্ক এলাকায় একটি সচেতনতা ক্যাম্পে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। নিজের বাড়ির বাইরে বেরিয়ে রাজ্যের নাগরিকদের লকডাউন মেনে চলার আবেদন করেন রাহুলবাবু। করোনা ভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করতে আসানসোলে একটি ‘টেস্টিং ফেসিলিটি সেন্টার’ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিয়েছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, সুভাষ সরকার-সহ এরাজ্যে দলের অন্য সাংসদরাও কলকাতা ফিরছেন। আগামী কয়েকদিন প্রত্যেকেই নিজের এলাকায় ঘরে থেকেই জনসংযোগ সারবেন।