বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনা। যার ফলে দেশে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এবার করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক ভারতীয়ের। হিমাচল প্রদেশে করেনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৯ বছরের এক বৃদ্ধের। তিব্বতের শরণার্থী ছিলেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, কয়েকদিন আগেই আমেরিকা থেকে ফিরেছিলেন তিনি।
এদিকে করোনা যুদ্ধে নয়া অস্ত্রপ্রয়োগ শুরু হল সোমবার থেকে। দেশের ৭৫ জেলায় শুরু হয়েছে লকডাউন। দিন দিন যে হারে ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে স্টেজ- থ্রি বা গোষ্ঠী সংক্রমণে আশঙ্কা করা হচ্ছে। এই পর্যায়ে তা রুখে দিতেই লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। অন্যদিকে, করোনার জেরে নয়া সিদ্ধান্ত নিল তিহার জেল। আগামী তিন দিনের মধ্যেই ছাড়া হতে পারে তিন হাজার বন্দিকে। তার মধ্যে পনেরোশো বন্দিকে ছাড়া হবে প্যারোলে। আর বাকি পনেরোশো বিচারাধীন বন্দিদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হবে।