আগে রাজ্যের মানুষ বাঁচুক, তারপর ভোটের রাজনীতি হবে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিলেন তাতে তাঁর এই মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটল। যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যে সব রকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, তাই রাজ্যের শাসকদল তৃণমূলের জনসংযোগ রক্ষার দ্বিতীয় পর্যায়ের ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচী পিছিয়ে দিলেন তিনি। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পূর্ব মেদিনীপুর-সহ গোটা রাজ্যে এই কর্মসূচী স্থগিত রাখা হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।
পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচীর প্রথম পর্বের কর্মী বৈঠক, সাংবাদিকদের সঙ্গে জলযোগে যোগাযোগ এবং পুরনো কর্মীদের স্বীকৃতি প্রদান কর্মসূচী হয়ে গিয়েছিল। গত ২০ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচী শুরু হওয়ার কথা ছিল। এই পর্বে পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা এলাকায় দলের কর্মীদের নিয়ে পদযাত্রা কর্মসূচী ছিল। কিন্তু সোমবার থেকে করোনাভাইরাস রুখতে গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই কারণে বাংলার গর্ব মমতা কর্মসূচীর দ্বিতীয় পর্বে বিধানসভা ভিত্তিক পদযাত্রা কর্মসূচী পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে ইতিমধ্যে ব্যাপারে সবক’টি জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের কাছে লিখিত নির্দেশিকা পৌঁছে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর।