করোনা মোকাবিলায় রাজ্যে শুরু হয়েছে লকডাউন। তবে চালু থাকছে জরুরী পরিষেবা। এছাড়া ব্যাংক খোলা থাকবে বেলা দুটো পর্যন্ত। এছাড়াও জানা গেছে ৫ কিলোমিটার এলাকার মধ্যে একটি ব্যাঙ্কের একটিই ব্রাঞ্চ খোলা থাকবে। ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত ব্রাঞ্চকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য ভিত্তিক ব্যাঙ্কার্স কমিটি জানিয়েছে, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। টাকা জমা দেওয়া ও তোলা যাবে। আরটিজিএস এবং নেফ্টের মাধ্যমে তা পাঠানোও যাবে। চালু থাকবে চেক ক্লিয়ারিং। এ ছাড়া প্রবীণ নাগরিকদের জন্য পেনশন তোলার সুবিধা থাকবে। কর জমা নেওয়া-সহ সরকারি কাজও হবে।
লকডাউনের ফলে ব্যাঙ্কগুলি ব্যাঙ্কগুলি যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো,ব্যাঙ্কগুলি সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে। যেখানে পাঁচ কিলোমিটারের মধ্যে একাধিক একাধিক ব্রাঞ্চ রয়েছে সেখানে একটিমাত্র ব্রাঞ্চ খোলা থাকবে। বাকি ব্রাঞ্চগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মীরা। তবে এই নিয়ম শহরের দিকে কার্যকর করা হলেও গ্রামের ব্যাঙ্ক শাখাগুলোকে এর বাইরে রাখা হয়েছে। সেখানে আগের মতই পরিষেবা মিলবে।
পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকলে কর্মীরা কী ভাবে ব্যাঙ্কে আসবেন, সেই প্রশ্ন তুলেছে কর্মী সংগঠনগুলি। এআইবিইএ-র সভাপতি
রাজেন নাগর ও অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘‘পরিষেবা চালু রাখতে সহযোগিতা করার জন্য সদস্যদের বলেছি। তবে এটাও বলেছি যে, পরিবহণ চালু না-থাকলে ও কর্তৃপক্ষ অফিসে আসার বিকল্প ব্যবস্থা না-করলে, যাঁরা পায়ে হেঁটে আসতে পারবেন, তাঁরাই শুধু আসবেন।’’