গোটা বিশ্বে যে হারে করোনা সংক্রমণ হচ্ছে, তাতে টোকিয়ো অলিম্পিক স্থগিত রাখা উচিত বলে এতদিন অনেক দেশই দাবি করছিল। তবে এ বিষয়ে কোনও কথাই বলেনি আয়োজক জাপান। বরং অলিম্পিক করার প্রচ্ছন্ন ইঙ্গিতই মিলছিল তাদের থেকে। তবে এ বার পিছু হঠল তারাও। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অলিম্পিক পিছিয়ে দেওয়ার দাবি করলেন। গতকাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এক জরুরি বৈঠকে বসেছিল। ২৪ জুলাই যদি অলিম্পিক শুরু করা না যায়, তবে সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা হয় সেখানে।
এ দিন আবে জাপানের সংসদে বলেন, যদি পূর্ণাঙ্গ ভাবে অলিম্পিক আয়োজন না করা যায়, তবে তা পিছিয়ে দেওয়া হোক। সংসদে তিনি বলেছেন, ‘পূর্ণাঙ্গ অলিম্পিক করতে না পারলে আমাদের তা পিছিয়ে দেওয়া ছাড়া হাতে কোনও বিকল্প নেই।’ রবিবার সন্ধেয় টোকিও গেমসের প্রধান ইয়োশিরো মোরির কাছে নিজের মতামত জানিয়েও দিয়েছেন তিনি। যিনি আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের কাছে এই ব্যাপারে আলোচনা করেওছেন।
এর আগে এত দিন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা, জাপান সরকার এবং গেমসের কর্তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলে যাচ্ছিলেন যে, ২৪ জুলাই থেকে অলিম্পিক ঠিক সময়েই শুরু হবে। কিন্তু, করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক যে ভাবে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, তাতে সুর বদলেছে জাপানও।