করোনার জেরে অলিম্পিক্স আদৌ নির্ধারিত সময়ে হবে, না পিছিয়ে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি নিজের প্রস্তুতি সেরে রাখছেন। তিনি ভারতের ভারোত্তোলন তারকা মীরাবাই চানু।
এশিয়ান ভারোত্তোলন প্রতিযোগিতা অলিম্পিক্সের আগে মীরাবাইয়ের শেষ প্রস্তুতি প্রতিযোগিতা হতে পারে। তিনি বলেন, ‘‘এই প্রতিযোগিতার জন্য আমি ভাল করে প্রস্তুতি নিয়েছিলাম। প্রতিযোগিতাটা হবে কি না তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। অলিম্পিক্সের জন্য আমি ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছি। তবে এশিয়ান চ্যাম্পিয়নশিপেই কে, কোথায় দাঁড়িয়ে তার একটা ছবিটা অনেক পরিষ্কার হবে।’’
ভারতে ইতিমধ্যেই সংক্রমণের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। করোনার হানায় মারা গিয়েছেন ৭ জন। বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৩ হাজারেরও বেশি। টোকিও অলিম্পিক্স বাতিল করার পক্ষে ক্রমশ আওয়াজ তুলছেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা।
অলিম্পিক্সের আগে প্রস্তুতি নেওয়ার মতো বেশ কয়েকটি প্রতিযোগিতাও বাতিল হয়ে গিয়েছে। শুধু এ দিকে ভারতীয় হকি দলের কোচ গ্রাহাম রিডের বিশ্বাস টোকিও অলিম্পিক্সের প্রস্তুতি নেওয়ার দিক থেকে এই মুহূর্তে তাঁর দল অনেকটাই এগিয়ে রয়েছে অন্যদের থেকে।