আজ বিকেল থেকেই লকডাউন বাংলায়। তাই যারা কর্মসূত্রে বা অন্য যে কোনও কারণে বাড়ির বাইরে ছিলেন রবিবার, তাঁদের বাড়ি ফেরার জন্য বরাদ্দ সময় সোমবার সকালটুকুই।
ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় একমাত্র উপায় সড়ক পরিবহণ। স্বাভাবিকভাবেই কোনওক্রমে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে সকাল থেকেই ধর্মতলায় মানুষের ঢল। আর এতেই সংক্রমণ আশঙ্কা বাড়ছে বলেই মনে করা হচ্ছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে ধর্মতলা চত্বরে। বাসের জন্য ঠায় অপেক্ষা করছেন বহু মানুষ। রবিবারের কারফিউ-এর পর বাড়ি ফেরার জন্য সোমবার সকালটুকু তাঁদের হাতে থাকলেও ট্রেন পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় মানুষকে।
প্রধানমন্ত্রীর জনতা কারফিউয়ের জন্য স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে লোকজনের দেখা মেলেনি। স্বতস্ফুর্তভাবে ঘরবন্দি ছিলেন বহু মানুষ। এরপর দুপুর গড়াতেই কেন্দ্রের তরফে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নবান্নের তরফে জানানো হয় লকডাউনের সিদ্ধান্ত। যার জেরে প্রবল সমস্যার পড়তে হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মসংস্থান বা পড়াশোনার জন্য কলকাতায় বসবাসকারীরা।