করোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফে। তার মধ্যে অন্যতম রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আপাতত বন্ধ স্কুল, কলেজ সহ যাবতীয় শিক্ষা ব্যবস্থা। স্থগিত জয়েন্টের মত কিছু পরীক্ষাও। আর কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরোনোর কথা ছিল মাধ্যমিকের। কিন্তু বর্তমানে যা অবস্থা, তাতে পিছোতে পারে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ।
শুধু মাধ্যমিকই নয়, করোনার জেরে পিছিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল এই পরীক্ষা। কিন্তু সেটাও আপাতত বন্ধ রাখা হয়েছে এপ্রিল মাস পর্যন্ত। পরিস্থিতি যেদিন স্বভাবিক হবে, তারপরেই নতুন সময়সূচি জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। একই অবস্থা সিবিএসই, আইসিএসই বোর্ডের ক্ষেত্রে।
আগামী কয়েকদিনের মধ্যেই মাধ্যমিকের উত্তর পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত লকডাউন, তাই এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হল। রবিবার এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আপাতত উত্তরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখা হল। পরবর্তী নোটিশ দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে উত্তরপত্রের যাবতীয় কাজ শেষ করে রাখতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। যার জেরে চলতি বছরে পিছিয়ে যেতে পারে মাধ্যমিকের ফল প্রকাশ।