করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করতে এবার উদ্যোগী হলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই গোটা দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেছেন, ‘ভারতের এখন সবাই আতঙ্কিত। সবাই নোভেল করোনা ভাইরাস নিয়ে ভীত। কিন্তু ভয় পাবেন না। ঠিকঠাক হাত ধুতে হবে সবাইকে। নখের ভিতরে থাকা ময়লা পরিষ্কার করবেন। সাবান ব্যবহার করবেন। প্রচুর জল খান। খান প্রচুর ফল যাতে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।’
এমনকি জমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন ৩৫ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডার। তাঁর মতে, ‘আমাদের মানসিকতা একটু বদলাতে হবে। কাল বাড়িতে বসে শুনছিলাম, বিয়ের ট্রাম্পেটের আওয়াজ। প্রচুর মানুষ একত্রিত হয়েছিলেন বিয়ে উপলক্ষে। আমি জানি যে বিয়ের তারিখ অনেক আগে থেকে ঠিক করা থাকে। কিন্তু এখন পরিস্থিতি এমনই যে জমায়েত উচিত না। সরকারের নির্দেশ মেনে চলা উচিত আমাদের।’