বিশ্বজোড়া করোনা আতঙ্কের মধ্যে একের পরে এক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে, টোকিও অলিম্পিক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারই মধ্যে গোয়ায় স্কুল পড়ুয়াদের জমায়েত করে ওয়ার্ল্ড রেকর্ড করার পরিকল্পন করছেন যোগগুরু বাবা রামদেব। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি, আগামী ২০ এপ্রিল গোয়ায় ওই জমায়েত হওয়ার কথা। এর জন্য ১৫ থেকে ১৯ হবে মহড়া। তারও প্রস্তুতি চলছে। শুধু যোগগুরু নন, পতঞ্জলি যুবা ভারতের এই উদ্যোগে সামিল হয়েছে গোয়ার শিক্ষা দফতরও।
গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল ওই ইভেন্ট হওয়ার কথা। রামদেবের যা পরিকল্পনা তাতে সেখানে রেকর্ড সংখ্যক পড়ুয়াকে হাজির করা হবে। রামদেবের উপস্থিতিতে মোট ১০৮ বার সূর্যনমস্কার করবে পড়ুয়া। এটা করে এশিয়া বুক অফ রেকর্ডে নাম তোলাই লক্ষ্য রামদেবের। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওই ইভেন্টের জন্য ইতিমধ্যেই গোয়া সরকার স্কুলে স্কুলে সার্কুলার পাঠিয়ে পড়ুয়াদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
দেশজুড়ে যখন করোনা সংক্রমণের আশঙ্কায় একের পর এক রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে, যে কোনও জমায়েত বন্ধ করতে কঠোর হচ্ছে প্রশাসন তখন, গোয়ার ডাইরেক্টরেট অফ এডুকেশন গত শুক্রবার নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সার্কুলার দিয়েছে। আবার ওই একই দিনে রামদেবের ইভেন্টে যোগ দেওয়ার জন্য সকরারি ও বেসরকারি স্কুলের কাছে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে স্কুলগুলি যেন বেশি করে পড়ুয়া রামদেবের ইভেন্টে পাঠায় তার জন্য বলা হয়েছে।
গোয়ার ডিরেক্টর অফ এডুকেশন বন্দনা রাও সরকারি অনুদানপ্রাপ্ত এবং অন্যান্য স্কুলগুলিকে বলেছেন, এশিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার জন্য ২০ এপ্রিল বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে অনুষ্ঠান। হাজির থাকবেন যোগগুরু রামদেব ও রাজ্যের মুখ্যমন্ত্রী।