ভারতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিকে করোনা হয়েছে কিনা তা জানতে উদগ্রীব মানুষ। অন্যদিকে পরীক্ষা করাতে গিয়ে কালঘাম ছুটছে আমজনতা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। আইডিতে টেস্ট করানোএ জন্য অপেক্ষারত মানুষের ভিড়। নাজেহাল দশা চিকিৎসকদের৷
বিদেশ ফেরত কিংবা কলকাতাতে থাকা প্রতিটি মানুষ যারা সিমটম নিয়ে রয়েছেন, তারা সকলেরই এখন আস্তানা হচ্ছে বেলেঘাটা আইডি। বিদেশ থেকে কলকাতায় ফেরার পর অফিস হোক বা নিজের বাড়ি সর্বত্রই ঢুকতে লাগছে অনুমতি পত্র। আর এই অনুমতি পত্র দিচ্ছে বেলেঘাটা আইডি। তারাই স্বাস্থ্যপরীক্ষা করে দিচ্ছেন ফিট সার্টিফিকেট।
সামান্য জ্বর, সর্দ, কাশির মত উপসর্গ দেখা দিলেই সকলে গিয়ে ভিড় জমাচ্ছেন এই হাসপাতালে। আর তা সামলাতে গিয়ে নাজেহাল দশায় পড়ছেন বেলেঘাটা আইডির চিকিৎসকরা।
প্রথমে বেলেঘাটা আইডিতে স্বাস্থ্যপরীক্ষা করাতে সকাল থেকে প্রত্যহ একটি লাইনে করেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় তা একটা থেকে দুটো লাইন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক থেকে হাসপাতালের পুলিশেরা। এই লাইন সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হলেও কারওর সংস্পর্শে আসতে রাজি নন পুলিশকর্মীরা।