কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে বাইরে থেকে সমস্ত বিমান আসা যেন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এমনই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিদেশ থেকে বিমান আসা গতকালের পরই বন্ধ হয়ে গিয়েছে। এবার ডোমেস্টিক তথা ঘরোয়া পরিষেবাও যাতে বন্ধ করে দেওয়া হয়,সেই আবেদন করলেন মমতা।
মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় বিমান আসা স্থগিত রাখলে তবেই সংক্রমণের উৎস কার্যকরী ভাবে বন্ধ করে দেওয়া যাবে এবং প্রকৃত অর্থে বাংলায় লক ডাউন বাস্তবায়িত করা যাবে। কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট আসা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কলকাতায় প্রথম যে দুটি পজিটিভ কেস ধরা পড়েছে তাঁরা দু’জনেই বাইরে থেকে সংক্রমণ নিয়ে রাজ্যে এসেছেন। শুধু ফ্লাইট নয়, পশ্চিমবঙ্গে দূরপাল্লার ট্রেন যাতে আর প্রবেশ না করে সেজন্য মুখ্য সচিব রাজীবা সিনহা রেল মন্ত্রককেও চিঠি লিখেছিলেন। বাইরের রাজ্য থেকে বাংলায় এক্সপ্রেস বা মেল ট্রেন ঢোকা অবশ্য এখন বন্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের রাজ্য থেকে বাংলায় বাস আসাও বন্ধ করে দিয়েছে নবান্ন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট আসা গতকালই বন্ধ হয়ে গিয়েছে। দুবাই থেকে এমিরেটসের একটি বিমান শেষ এসেছে কলকাতায়। তার পর ওই বিমানের ২০০ জন যাত্রীকেই রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।