সোমবার বিকেল থেকেই বাংলায় শুরু হচ্ছে লকডাউন। অফিস কাছারি সহ একাধিক পরিষেবা বন্ধ থাকছে। এর মধ্যে রেলের মতো জরুরি পরিষেবা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। ফলে মহাআতান্তরে পড়েছেন সাধারণ মানুষ। কী করবেন, আর কী করবেন না সেটাই এখন বড় বিষয়। তবে লকডাউন হলেও চালু থাকবে একাধিক পরিষেবা, তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, লক ডাউনের মধ্যে মুদির দোকান, সবজির দোকান ও মাছ বাজার খোলা থাকবে। অন্যান্য দিনের মতোই মিলবে দুধ ও ডিম। এলপিজি গ্যাস পরিষেবাও চালু থাকবে বলে জানানো হয়েছে। চালু থাকবে ইন্টারনেট, আইটি ও ডাক বিভাগ। পাশাপাশি মুদির ই-কমার্স, খাবার জিনিস, হোম ডেলিভারি ইত্যাদি পরিষেবা চালু রাখা হবে।
সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী, বিদ্যুত্ পরিষেবা ও দমকল ইত্যাদি ক্ষেত্র লকডাউনের আওতা থেকে বাইরে থাকছে। এছাড়া আইনশৃঙ্খলা, আদালত ও সংশোধনাগারের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে লক ডাউনের মধ্যে ১৮৮ ধারা প্রয়োগ করেছে সরকার। তাছাড়া রাজ্যে জারি রয়েছে মহামারী আইন। এই সময় খুব খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না। পুলিশ কড়া ব্যবস্থা নিতে পারে। বিদেশ থেকে যে সকল ব্যক্তিরা ফিরেছেন তাঁদের অতি অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এর অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।